এমসি শুভ আহমেদ, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ের ভোক্তা অধিকার আইন ২০০৯, এর ধারায় উপজেলার মোড়াকরি ও বামৈ বাজার তদারকি মূলক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৪ই জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে লাখাই উপজেলার মোড়াকরি ও বামৈ বাজারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য বিক্রয়ের অভিযোগে ফার্মেসী, রেস্টুরেন্টে, মুদি দোকান ও বেকারি”তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, এর বিভিন্ন ধারা ১৭,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, জনগনের স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে লাখাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম’সহ লাখাই থানা পুলিশের একদল সদস্য সহযোগিতা প্রদান করেন।