"লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 7 June 2021

“লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

এম সি শুভ আহমেদ, লাখাই :  লাখাই উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭জুন) সকালে লাখাই উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানার পরিচালনায় আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে,বুল্লা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অরুণ চন্দ্র পাল,সাংবাদিক মহসিন সাদেক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ।

ছবি : লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ- ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিষ দাসগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়