লাখাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 September 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত 

Link Copied!

মনর উদ্দিন মনির লাখাই :  আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ ইং পক্ষকাল ব্যাপী পালন উপলক্ষে ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  মন্ত্রনালয়ের আয়োজনে লাখাইয়ে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

ছবি : লাখাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

 
অন্যান্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন :- উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মেডিকেল অফিসার (আইসিটি ফোকাল পারসন) ডাঃ সৈয়দ আদনান আল-আরেফীন, লাখাই থানার এস আই সজীব দেব রায় প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে ন্যায় ২৬শে সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।