লাখাইয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 June 2024

লাখাইয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন

এম এ ওয়াহেদ
June 2, 2024 9:56 am
Link Copied!

লাখাইয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। শনিবার (১লা জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর কন্যা তাসকিয়া কে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে আনুষ্ঠানিক ভাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে উদ্ধোধন করেন। লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ উপজেলার ১৪৪ টি কেন্দ্রের মাধ্যমে ২০ হাজার ৩৭৯ জন শিশু কে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধিকে জানান, আজ রোববার (১ লা জুন) থেকে এ উপজেলার ৬ টি ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে ৬- ১১ মাস বয়সী ২ হাজার ৮৩৪ জন শিশুদের কে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং ১২- ৫৯ মাস বয়সী শিশু কে ১টি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চালানো হবে।

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান পিয়াস, ডাক্তার কে এম মঞ্জুরুল আহসান, পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সহ স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়