লাখাইয়ে বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পাশে তৈরি হচ্ছে শহীদ মিনার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পাশে তৈরি হচ্ছে শহীদ মিনার

অনলাইন এডিটর
August 18, 2020 3:41 pm
Link Copied!

 

ছবি: বাথরুমের পাশে তৈরি হচ্ছে শহীদ মিনার।

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দের ক্ষুদ্র মেরামতের টাকায় তৈরি করা হচ্ছে একটি শহীদ মিনার। কিন্তু শহীদ মিনারটি তৈরি করার জন্য স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে স্কুলের বাথরুম তথা ওয়াস ব্লক এবং মেইন গেইটের লাগোয়া অপ্রতুল একটি সরু জায়গাকে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক এবং কমিটি মিলে এখানেই বানাচ্ছেন শহীদ মিনারটি।

এ বিষয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে স্কুলটির প্রধান শিক্ষক জনাব শামীম সাহেবের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন শহীদ মিনার তৈরির জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে প্রস্তাব পাঠাতে আমাকে বলা হয়। আমি সেই অনুযায়ী প্রস্তাব পাঠাই এই প্রস্তাবের ভিত্তিতে উপজেলা ইঞ্জিনিয়ার অফিস আমাকে এস্টিমেট করে দেয়। বাথরুমের পাশে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে স্কুলের জায়গা সংকটের কারণে। শহীদ মিনার না বানিয়ে অন্য কোন কাজ করা যেত কিনা তাকে জিজ্ঞেস করা হলে তিনি উপজেলা শিক্ষা অফিসার দায় দেন।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মজনুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কুলের ওয়াশব্লক লাগোয়া শহীদ মিনার তৈরি করা হলে এটি উচিত হয়নি। শহীদ মিনার ছাড়া অন্য কিছু তৈরি করা যেত কিনা এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যেসব স্কুলে পর্যাপ্ত স্থান আছে সেসব স্কুলের শহীদ মিনার তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছিলাম তবে যাদের পর্যাপ্ত জায়গা নেই তারা চাইলে অন্য যে কোন দরকারি কাজ করতে পারত।

লাখাই উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ আহমেদ বলেন ওয়াশব্লকের বা বাথরুমের পাশে কোন অবস্থাতেই শহীদ মিনার হতে পারে না। এক্ষেত্রে শহীদদের স্মৃতির প্রতি অবমাননা হয়।

স্থানীয় বাসিন্দা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া এ বিষয়ে বলেন স্কুলের সামনে সরকারি জায়গাতেই শহীদ মিনারটি করা যেত এভাবে ওয়াশ ব্লকের পাশে শহীদ মিনার নির্মাণ করা উচিত হয়নি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণ করা হয় এধরনের শহীদ মিনার যথেষ্ট সুন্দর এবং আরো খোলামেলা জায়গায় যথাযথ শ্রদ্ধা এবং ভাব গাম্ভীর্য বজায় রেখেই নির্মাণ করা উচিত।