লাখাইয়ে বিষপানে কলেজ ছাত্রের আত্মহত্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিষপানে কলেজ ছাত্রের আত্মহত্যা

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই প্রতিনিধি।। লাখাই উপজেলা বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সজল মিয়া (২৩) নামে বিষপানে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মোঃ মিয়া হোসেনের ছেলে ও বৃন্দাবন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের এর ছাত্র ছিল ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবারে পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সজল মিয়া। সেখান থেকে রাত্রে বাড়িতে ফিরে এসে নিজ ঘরে শুয়ে পড়ে। আজ ২৩শে জুন মঙ্গলবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে সে। বিষপানের বিষয়টি বুজতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে সে বিষপান করছে তার কারণ জানা যায়নি।

লাখাই থানার তদন্ত অফিসার, অজয় দেব বলেন, আমরা শুনেছি সজল নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। এ আত্মহত্যার বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানায়নি।