লাখাইয়ে বিভিন্ন পেশাজীবিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 July 2024

লাখাইয়ে বিভিন্ন পেশাজীবিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

এম এ ওয়াহেদ
July 9, 2024 5:01 pm
Link Copied!

লাখাই উপজেলার রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ,সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোছv: জিলুফা সুলতানা বলেন, লাখাই উপজেলার প্রতি আমার মনের দিক থেকে মনে প্রানে ভালবাসি কিন্তু কেন যে এই ভালবাসা আমি জানি না। তিনি আরো বলেন লাখাই উপজেলার যত প্রকার সমস্যা আছে তা ক্রমান্বয়ে সমাধান করার লক্ষে কাজ করে যাব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন লাখাই উপজেলার বড় সমস্যা ধলেশ্বরী নদী খনন। এই নদী খনন এর কাজ সরকারী বরাদ্দ ছাড়াই এই ধলেশ্বরী নদী খননের কাজ করা হবে এতে সরকারের কোন প্রকার অর্থ বরাদ্দ প্রয়োজন পড়বে না বরং সরকারের রাজস্ব খাতে আয় হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আরিফ আল হাসান (আরিফ মিয়া) মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এডভোকেট খোকন চন্দ্র গোপ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মতিন মাস্টার, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাশেম, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, আবুল কাশেম মোল্লা ফয়সল, আরিফ আহমেদ রুপন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক, সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরো অনেকই।

এর পূর্বে  উপজেলা পরিষদ এর অভ্যন্তরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঔষধি ও ফলজ গাছের রোপণ এর মধ্য দিয়ে বাগানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা| এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষক প্রানেশ রঞ্জুন দাশ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়