ঢাকাWednesday , 1 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

Link Copied!

হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্না মিয়া (২৫) নামে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে লাখাই উপজেলার রুহিতনসী গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

জানা যায়, দুপুর লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামের শাহা আলম মাষ্টার এর বাড়িতে রং এর কাজ করছিলেন মান্না।

কাজ চলাকালীন আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে স্থানীয় লোকজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোর্শেদ কামাল এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন এডিএম এর অনুমতি নিয়ে লাশ দাফন সম্পন্ন করা হবে।