লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রামের ওমর আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
পিতা ওমর আলী দৈনিক আমার হবিগঞ্জ এ প্রতিনিধি কে জানান, অন্য দিনের মতো (৩ ই আগষ্ট) সোমবার দিবাগতরাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে তার অটোরিক্সার ব্যাটারিতে বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ যুবক কে  মৃত ঘোষণা করেন।