লাখাইয়ে বিদ্যালয়ের পুরাতন জিনিস বিক্রি : শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 16 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিদ্যালয়ের পুরাতন জিনিস বিক্রি : শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

এম এ ওয়াহেদ
July 16, 2024 11:39 am
Link Copied!

লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন লোহালক্কড় ও কাঠের সামগ্রী বিক্রি সংক্রান্তে আমার হবিগঞ্জ পত্রিকায় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।
উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল এবং অন্যান্য সামগ্রী বিধি বহির্ভুতভাবে বিক্রি করে দিয়েছেন মর্মে অভিযোগ উঠার প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম কামরুজ্জামান ও প্রনবকান্তি মালদার ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শীঘ্রই তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক এর সাথে আলাপকালে জানান তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সহকারী শিক্ষা অফিসার তদন্তে যাবে। উল্লেখ্য
লাখাই উপজেলার তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর বেলা উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।

সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ সামগ্রী বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে গ্রামের জনৈক ব্যক্তির নিকট বিক্রি করেছেন।এটি স্থানীয়দের নজরে আসায় তাঁরা বিষয়টি স্থানীয় অন্যান্য দের অবহিত করেন। এরই প্রেক্ষিতে গত ১৩ জুলাই দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।