স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের নামে হরিলুটের ঘটনা ঘটিয়েছেন ওই প্রকল্পের ঠিকাদার ও লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। তিনি মেয়াদোত্তীর্ণ কম্পিউটারে নতুন নকল কেসিংয়ে পুরাতন কম্পিউটারের সার্ভিস ট্যাগ নাম্বারসহ যাবতীয় তথ্যাবলী প্রিন্ট করে লাগিয়ে ঘষামাজা করে কোন রকমে সচল করে বুঝিয়ে দেন বিদ্যালয় কর্তৃপক্ষকে।

ছবি : লাখাই উপজেলা যুবলীগের সেক্রেটারি ও ঠিকাদার ইকরামুল মজিদ চৌধুরী শাকিল এর ফাইল ছবি
ফলে কিছুদিন যেতে না যেতেই দুই বিদ্যালয়ের প্রায় ১৯টি কম্পিউটার নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, যে প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ক্রয় করেছেন বলে ঠিকাদার শাকিল সরকারি নথিভুক্ত ক্রয় রশিদে উল্লেখ করেছেন তার কোন অস্তিত্বই পাওয়া যায়নি। পুরাতন কম্পিউটার সরবরাহ করেই সবার চোখ ধুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন শাকিল। ওই প্রকল্পেরই আওতাধীন ১০ লক্ষ টাকা ব্যয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন ও দন্ত চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহের দায়িত্ব নিলেও প্রকল্পের মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তা সরবরাহ করেননি তিনি।

ছবি : বিদ্যালয়ের ল্যাব স্থাপনের উদ্বোধনের ছবি
এছাড়াও ওই প্রকল্পের ১০ লক্ষ টাকার আরসিসি উন্মুক্ত ড্রেন তৈরি করার কাজ না করেই প্রকল্প কর্মকর্তাকে বরাদ্দের টাকা দিয়ে দিতে চাপ প্রয়োগ করেন শাকিল। জানা যায়, গত বছরের ৩০ এপ্রিল জাইকা’র অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কর্মসূচীতে লাখাই উপজেলার দুটি উচ্চ বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা ব্যয়ে কম্পিউটার, টেবিল ও চেয়ার দিয়ে ডিজিটাল ল্যাব স্থাপন, ১০ লক্ষ টাকা ব্যয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল সামগ্রী প্রদান ও ১০ লক্ষ টাকা ব্যয়ে করাব ইউনিয়নে বড় গোপাটের খাল থেকে আজদার মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি উন্মুক্ত ড্রেন নির্মাণ করতে দরপত্র আহŸান করে এলজিইডি। এক প্রভাবশালী নেতার আর্শীবাদে এ তিনটি কাজেরই ঠিকাদার নিযুক্ত হন ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।

ছবি : বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব
দরপত্র অনুসারে গত অক্টোবরে উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করেন। দরপত্র অনুযায়ী নতুন ব্র্যান্ড কম্পিউটার সরবরাহ করার কথা থাকায় ডেল কোম্পানীর অপটিপ্লেক্স-৩০২০, কোরআই-৩ মডেলের ৪৮টি কম্পিউটার দুই বিদ্যালয়ে সরবরাহ করেন ঠিকাদার শাকিল চৌধুরী। সরবরাহের কয়েকদিন পরই তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৪টি ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে ৫টি কম্পিউটার নষ্ট হয়ে যায়। ঠিকদারী প্রতিষ্ঠানের সরবরাহকৃত সবকটি কম্পিউটার বিশ্বখ্যাত ব্র্যান্ড ডেল কোম্পানীর।
কিন্তু সবগুলো কম্পিউটারই কমপক্ষে ৪ বছর পূর্বে আমদানী বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের আমদানীকারকরা। এমনটাই জানা গেছে ষ্টার টেক ও গেøাবাল ব্যান্ড নামের দুইটি আমদানীকারক প্রতিষ্ঠানের সাথে আলাপ করে। আমদানি বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার কিভাবে শাকিল চৌধুরী সরবরাহ করলেন? এ রহস্যের সমাধান করতে গিয়ে ডেল’র ওয়েবসাইটের লিংকে গিয়ে সরবরাহকৃত কম্পিউটারগুলোর মধ্যে ২ঠচঔ১০২, ২ঋছঔ১০২ ওঔঞ৩৫ঋ০২ সহ সবকয়টি সার্ভিস ট্যাগ নাম্বার সার্চ সাপোর্ট অপশনে যাচাই করে করে দেখা যায়এর সবগুলোরই ওয়ারেন্টির মেয়াদ ২০১৭ সালে শেষ হয়ে গিয়েছে।
বিস্তারিত অপশন থেকে জানা আরো জানা যায়, এগুলো ২০১৪ সালে বাংলাদেশে আমদানী করা হয় আর বিক্রয় করা হয় ২০১৬ সালে। অনুসন্ধানে জানা যায়, সারাদেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান সরবরাহকৃত কম্পিউটারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেগুলি বাতিল হিসেবে নিলামে বিক্রয় করা হয়। পরে সেই কম্পিউটারগুলির ভাল যন্ত্রাংশগুলি সস্তা দরে খোলাবাজারে বিক্রি করা হয়। এছাড়াও কিছু কিছু কম্পিউটার ঘষে মেজে সচল করে স্বল্প দামে খোলাবাজারে বিক্রি করা হয়।
এদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠানের দাখিলকৃত কম্পিউটার ক্রয়ের রশিদ থেকে জানা যায়, শাকিল চৌধুরী ‘রিয়েল ওয়ান’ নামক একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ক্রয় করেন। রশিদে প্রতিষ্ঠানের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেখানে গিয়ে বাস্তবে এমন কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে শিহাব আহমেদ নামে এক ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি জানান, তিনি মূলত কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করেন। তবে কম্পিউটার সাপ্লাইয়ের অর্ডার পেলে তিনি ঢাকার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে দেন। ঢাকায় কোন আমদানিকারকের নিকট থেকে কম্পিউটার সংগ্রহ করেছেন এ প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। ঠিকাদার ইকরামুল মজিদ চৌধুরী শাকিল বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে এগুলো নষ্ট হয়েছে গেছে।
কোম্পানীর লোকজন এসে ঠিক করে দিবেন বলে ফোন কেটে দেন। পরে বার বার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম বলেন, আমাদের বিদ্যালয়ের ১৪টি কম্পিটার নষ্ট হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা ঠিক করে দিবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তাকেও জানানো হয়েছে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, তাকে দুটি বিদ্যালয় থেকে কয়েকটি কম্পিউটার নষ্ট হওয়ার তথ্য জানানো হয়েছে। এছাড়াও তিনি বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, যেহেতু উপজেলা চেয়ারম্যান এই প্রকল্পের প্রধান তাই আমি একটি নোট দিয়েছি। এ ব্যাপারে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর কাজী আশরাফ উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরণের কোন ঘটনা ঘটে থাকলে আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।