মনর উদ্দিন মনির, লাখাই: লাখাইয়ে মহান বিজয় উপলক্ষে সামাজিক সংগঠন “লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদে’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহন করেছে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ।

ছবি : লাখাইয়ে বিজয় দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্নয়ের উদ্বোধন
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার লাখাই এসি আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা মলিন মিয়ার রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে জনসাধারনের জন্য এ কার্যক্রম গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, সাখাওয়াত হোসেন, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাস।