ঢাকাThursday , 15 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হামলা : আহত ১০

Link Copied!

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠেছে অত্রকলেজের ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পোনে ১১ টায় অত্রকলেজের প্রধান ফটকে এ ঘটনাঘটেছে।এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন বিক্ষোভকারী শিক্ষার্থী তানভীর চৌধুরী (১৮), শাকিল আহমেদ (১৯), তানজিরা চৌধুরী (১৮), সালমান চৌধুরী (১৮) তবে আহত সব শিক্ষার্থীর নাম–পরিচয় জানা যায়নি। আহতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া হয়।

সুত্রে জানা যায়, বুধবার অত্র কলেজর অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের ১দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ঐ কলেজর শিক্ষার্থীরা। এসময় এ অধ্যক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল তারা। এ সুত্রে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিক্ষোভকারী শিক্ষার্থীরা

সকাল সাড়ে ১০টায় কলেজের প্রধান ফটকে জড়ো হয়, পরে কলেজ ছাত্রলীগ নেতা স্বাধীন আহমেদ ও কলেজ ছাত্রদলের আহব্বায়ক সাকিব সঙ্গীয় লোকজন বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরুর এক পর্যায়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করলে এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে লাখাই উপজেলার দায়িত্বরত একদল সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পরে কলেজের ফটকে অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

বিক্ষোভকারী শিক্ষার্থী তানভীর চৌধুরী, শাকিল আহমেদ ও তানজির গণমাধ্যমকে জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর ভাড়াটিয়া ছাত্রলীগ ছাত্রদলের একদল লোক আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের কে আহত করে। তারা আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শনকারী সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন আগামী ১মাসের মধ্যে এ অধ্যক্ষকে অপসারণ করার ব্যাস্থা করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা স্বাধীনের সাথে কথা হলে তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন, শোক দিবস পালন করতে কলেজে কিছুপোলাপান আসছিল, আমরা বাঁধা দেয়াতে জামেলা হয়েছে। অপর অভিযুক্ত ছাত্রদলের আহ্বায়কের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।