মনর উদ্দিন মনির :হবিগঞ্জের লাখাইয়ে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী আয়বর্ধকমূলক বিউটিফিকেশন কোর্স ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ জুন) লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহির পরিচালনায় ও লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।

ছবি : অনুষ্ঠানে সনদপত্র তুলে দেয়া হচ্ছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, জেলা সমবায় অফিসার তানিয়া সুলতানা প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে উপজেলার সমবায় সমিতির ২৫ জন নারী সদস্যের মধ্যে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।