ঢাকাFriday , 4 June 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বাসের ধাক্কায় পথচারী নিহত 

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  লাখাইয়ে যমুনা প্লাস নামক এক বাসের ধাক্কায় আব্দুল আহাদ (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত পথচারী হলেন উপজেলার বামৈ গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
শুক্রবার (৪জুন )প্রায় সকাল ১১ ঘঠিকায় এ দুর্ঘটনাঘটে। সুত্রে জানাযায়, ঢাকা হইতে ছেড়ে আসা যমুনা প্লাস বাসটি বামৈ তিন ফুল নামক এলাকায় পথচারী আব্দুল আহাদ (৭০) নামক পথচারীকে ধাক্কা মারলো গুরুতর  আহত হয় তিনি।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। বাস চালক ও হেল্পার পালাতক, বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।