লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এর বিরুদ্ধে বিধিমালা বহির্ভূত টাকা দাবীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা মোহাম্মদ মাসুক মিয়া সোমবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা যায় বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দরখাস্তকারী মাসুক মিয়ার মেয়ে ২০২৪ সালের পরীক্ষায় কৃতকার্য হয়েছে। অভিযোগকারীর মেয়েকে কলেজে ভর্তি করার জন্য বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ও করনিক পল্লব এর কাছে প্রশংসা পত্র আনতে গেলে ৩ শত টাকা দাবী করে এবং তাদের চাহিদা মতে টাকা না দেয়ায় প্রশংসা পত্র ফিরিয়ে নিয়ে যায় এর প্রেক্ষিতে মাসুক মিয়া প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর বরাবর লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে প্রশংসা পত্র প্রদানে ৩ শত টাকা দাবী করেছেন মর্মে জানতে চাইলে তিনি এ প্রতিনিধির কাছে ৩ শত টাকা দাবী করেছেন মর্মে স্বীকার করে জানান, আমার বিদ্যালয়ের ৭-৮ জন চুক্তি ভিত্তিক লোক রয়েছে, তাদের বেতন ভাতা দিতে গিয়ে আমি প্রশংসা পত্র প্রদানের ক্ষেত্রে নিয়ে থাকি। শুধু আমি একা নেইনা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েই প্রশংসা পত্র প্রদানের ক্ষেত্রে টাকা নেয়, আমি শুধু একা না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র বহির্ভূত কেহ টাকা দাবী করতে পারবে না। যদি কেহ দাবী করে তাহা অযৌক্তিক হবে। বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এর বিরুদ্ধে প্রশংসা পত্র প্রদানে এক শিক্ষার্থীর অভিভাবক এর কাছে ৩ শত টাকা দাবী করেছেন মর্মে অভিযোগ উঠেছে এ বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি জানান,যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় তা হলে ঔ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার অফিসে অভিযোগ করা হয়েছে তাই আমি অফিসিয়াল ভাবে বিষয়টি দেখব।