লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

অনলাইন এডিটর
August 24, 2020 3:44 am
Link Copied!

 

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে এবার তার স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

ছাত্রীর মা বাদী হয়ে ওই প্রধান শিক্ষক ও তার সহযোগীদের বিরুদ্ধে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ এবং সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টাকা-পয়সা আত্মসাৎ, সীমা নামের এক শিক্ষিকাকে জালিয়াতি করে স্কুলে চাকুরি পাইয়ে দেয়াসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। স্থানীয় এলাকাবাসী ওই শিক্ষকের যাবতীয় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।

গত ১৯ আগস্ট তারিখে তদন্ত কমিটি স্কুলের তদন্ত করতে আসার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন এবং স্কুলের শিক্ষার্থীগণ স্কুলে উপস্থিত হন। তখন তদন্ত কাজকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে উক্ত শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী তার সক্রিয় সহযোগী বামৈ পূর্ব গ্রামের মৃত মতি মিয়ার ছেলে হিরণ মিয়াকে স্কুলে পাঠান। হিরণ মিয়া তার সাথে আরও কিছু লোকজন নিয়ে স্কুলে প্রবেশ করে সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রী ও মিডিয়াকর্মীদেরকে গালিগালাজ করে নানা প্রকার ভয় ভীতি দেখাতে থাকে। সে সবাইকে স্কুল ছেড়ে চলে যেতে বলে। এক পর্যায়ে মিডিয়া কর্মীদের সামনে হিরণ মিয়া সেখানে উপস্থিত ওই ছাত্রীর জামা কাপড় ধরে টানাটানি করে তার শ্লীলতাহানি করেন।

এ সময় উপস্থিত থাকা আরও কয়েকজন স্থানীয় লোক তাকে বাধা দিলে হিরণ মিয়া আরও উত্তেজিত হয়ে ওই ছাত্রীকে পড়ে দেখে নেবেন বলে হুমকি দেন।

অভিযোগ পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লাখাই থানা অফিসার ইনচার্জকে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর মোবাইল ফোনে একাধিক বার কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।