লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশংসাপত্র বাবদ ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশংসাপত্র বাবদ ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ

অনলাইন এডিটর
August 14, 2020 1:44 am
Link Copied!

ছবি: প্রশংসাপত্র বাবদ ৩০০ টাকা করে আদায়ের রশিদ ও শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগের দরখাস্ত।

 

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে এস এস সি পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে প্রশংসাপত্র এর ফি বাবদ আদায় করার অভিযোগ করেছে তারই ছাত্ররা।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারিখে একই বিদ্যালয় হতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের পক্ষে রিয়াজ আহমেদ, জাহাঙ্গীর আহমেদসহ আরও ৪৫ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগের দরখাস্ত লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর বরাবরে দাখিল করা হয়।

ছাত্রদের দরখাস্ত ও অনুসন্ধানে জানা যায়, এই বিদ্যালয় হতে পাশকৃত ২০২০/২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে গেলে এসএসসি এর মার্ক শিট, সার্টিফিকেট ও স্কুলের প্রত্যয়ন পত্র লাগে। তারা স্কুল থেকে কাগজপত্রগুলি তুলতে গেলে প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী তাদের কাছে জনপ্রতি ৩০০ টাকা করে চান। এ অবস্থায় ছাত্রছাত্রীরা ওই টাকা কেন দিবে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি নানা প্রকার অজুহাত দেখিয়ে তাদের মধ্যে অনেককেই টাকা দিতে বাধ্য করেন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তারা
এসএসসি পরীক্ষার আগেই স্কুলের যাবতীয় ফি এবং পাওনা পরিশোধ করার পরেও তারা কেন আবার নতুন করে টাকা দিবে।

এ ব্যাপারে লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে জানান, এ বিষয়ে একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা হয়েছে বলে আমিও জানি। দরখাস্ত করার সময় আমি নিজেও সশরীরে উপস্থিত ছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দরখাস্ত কারীদের আশ্বস্ত করেছেন এ বিষয়ে তিনি পদক্ষেপ নিবেন।