
ছবি: ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা।
এম সি শুভ আহমেদ, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে পণ্যে লেভেলবিহীন মোড়কের ব্যবহার, মুখে মাস্ক না পড়া এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন ৫ হাজার ৪ শত টাকা।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) লাখাই উপজেলার বামৈ বাজারে বিকাল ৩.৩০ থেকে ৫.০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা ৬টি মামলা ১৩ জনকে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরফাত রানা।
অভিযানের সময় উপজেলা প্রশাসন এর পক্ষ হতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরফাত রানা।
অভিযান পরিচালনা সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।