এম.সি. শুভ আহমেদ, লাখাই – লাখাই উপজেলার বামৈ, মোড়াকরি, বুুল্লা বাজার সহ উপজেলার প্রত্যকটি কাচামালের বাজার ও বড় বাজারে শত শত মানুষের সমাগম হচ্ছে।২৮ এপ্রিল হবিগঞ্জ জেলার ৮০ জন এর নমুনা পরিক্ষা করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। এর মধ্যে ৪ জন এর করোনা পজিটিভ আসে।
লাখাই উপজেলা যানবাহন চলাচল নিষিদ্ধ হলে ও কেউ না মেনে পুলিশের চোখ ফাকি দিয়ে সকাল-বিকাল গাড়ি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর জুড়ালো ভাবে টহল না থাকায় ঢাকা, নারায়ণগঞ্জ হতে রাতের আধারে, ভোর দুপুরে অনেক লোক প্রবেশ করতেছে লাখাই উপজেলা । সম্প্রতি ভয়াবহ করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ হয় লাখাই।
২৮ এপ্রিল হবিগঞ্জ জেলার ৮০ জন এর নমুনা পরিক্ষা করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। এর মধ্যে ৪ জন এর করোনা পজিটিভ আসে। ৪ জন করোনা পজিটিভ ব্যক্তির মধ্যে ৩ জন লাখাই উপজেলার, ২ জন মহিলা খোদেজা,হালিমা ও একজন পুরুষ মঈন উদ্দিন । তারা সবাই লাখাই উপজেলার স্বজনগ্রাম ও আয়নার টুক এর সম্প্রতি তারা নারায়ণগঞ্জ থেকে এসেছে ।
এই নিয়ে লাখাই করোনা আক্রান্ত ৯ জন