লাখাইয়ে বলভদ্র সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 April 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বলভদ্র সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ

Link Copied!

লাখাই প্রতিনিধি :  লাখাইয়ের পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলা করোনা ভাইরাসে একাধিক ব্যক্তি আক্রান্ত  হওয়ায় লাখাইয়ের বলভদ্র সেতু দিয়ে সর্ব প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।শুক্রবার (১০এপ্রিল) দুপুর থেকে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। লাখাই-নাসিরনগর মধ্যে যোগাযোগ এর একমাত্র প্রবেশদ্বার এই বলভদ্র সেতুর উপর পুলিশের চৌকি বসিয়ে সর্বদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ছবি : বলভদ্র সেতুর প্রবেশমুখে পুলিশের চৌকি বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সেতুতে উঠার আগ মুহুর্তে রাস্তার মধ্যখানে একটি চৌকি বসিয়েছে পুলিশ। পাশাপাশি এই রাস্তা দিয়ে বহিরাগতদের ঠেকাতে পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। অন্যদিকে লাখাইয়ের মোড়াকরি বাজার হতে, নাছিরনগরের ফান্দাউক বাজার এ রয়েছে একটি বাশেঁর সাঁকো । জনসাধারণ যাতে চলাচল করতে না পারে সেই জন্য সাঁকোতে ব্যবহৃত বাঁশ খুলে নিয়েছে পুলিশ ।