মনির উদ্দিন, লাখাই : লাখাইয়ে করোনা পরিস্থিতি ও বন্যা প্লাবিত হয়ে গৃহবন্দী হওয়া হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
সোমবার (২০’শে জুলাই) বিকাল ৩’টায় বুল্লা ইউনিয়নের বেগুনাই, মাদনা, ভবাণীপুর, বলাকান্দী ৪০’টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে উপস্তিত ছিলেন, ৬’নং বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমান, মো: তোফাজল হোসেন প্রমুখ।