লাখাইয়ে প্রধানমন্ত্রীর উপহার দেয়া আশ্রয়ন প্রকল্পের বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। রোববার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলা ভাদিকারা আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বন্যার্ত পরিবারদের মাঝে প্রত্যেক পরিবার কে চাল,ডাল,হলুদ, মরিচ,চিনি, তেল, ধনিয়া, লবনসহ প্রত্যেক পরিবার কে ১৪.৪০ ওজনের ত্রান সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, উপজেলার প্রত্যেক আশ্রয়ন প্রকল্পে বসবাসরতসহ অসহায় ও দুস্থ পরিবারদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ত্রান তহবিল থেকে দেয়া পণ্য সামগ্রী অসহায় দরিদ্র ও বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারদের সার্বিক খোঁজ খবর নেন এবং কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক জরুরী ভিত্তিতে আপনাদের সার্বিক সমস্যার সমাধান করে দেয়া হবে জানান ইউএনও নাহিদা সুলতানা।