লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলার টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। সোমবার ( ১০ জুন) সকাল ১১টা উপজেলা হেলিপ্যাড মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এস কামরুজ্জামান, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ গ্রহন করেন মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া ১নং সপ্রবি বালক দল ও ধর্মপুর সপ্রবি’র বালিকা দল। মোড়াকরি ইউনিয়ন এর জিরুন্ডা সপ্রাবি এর বালক দল এবং ফর্দাবাদ সপ্রবি’র বালিকা দল, করাব ইউনিয়ন এর করাব পশ্চিম সপ্রাবি’র বালক দল ও রাড়িশাল সপ্রাবি’র বালিকা দল বামৈ ইউনিয়নের বামৈ সপ্রাবি’র বালক দল ও ভাদিকারা পূর্ব সপ্রাবি’র বালিকা দল ও বুল্লা ইউনিয়নের ভরপূর্নী সপ্রাবি’র বালক দল ও হাজী আলফু মিয়া সপ্রাবি’র বালিকা দল অংশ গ্রহন করে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় রাউন্ড শেষে দুপুর ২টা থেকে ১ম সেমিফাইনাল খেলায় বুল্লা ইউনিয়নের ভরপূর্নী সপ্রাবি’র বালক দলকে তেঘরিয়া ১নং সপ্রাবি’র বালক দল ২-১ গোলে বিজয় লাভ করে রাড়িশাল সপ্রাবি’র বালিকা দল ধর্মপর সপ্রাবি বালিকা দলকে ৩- ১ গোলে পরাজিত করে, বামৈ সপ্রাবি’র বালক দল মাহমুদপুর সপ্রাবি’র বালক দল কে ৩-১ গোলে পরাজিত করে, ভাদিকারা পূর্ব সপ্রাবি’র বালক দল হাজী আলফু মিয়া সপ্রাবির দলকে ৩- ০ গোলে পরাজিত করে দল গুলো ফাইনাল খেলার বিজয় নিশ্চিত করেছেন । আগামী মঙ্গলবার (১১ জুন) বালক ও বালিকা দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।