লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এম এ ওয়াহেদ
July 18, 2024 5:59 pm
Link Copied!

লাখাই উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৯৫০ জন কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২/২৪ উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ওবীজ করা হয়েছে।

সার ও বীজ বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাহিদা সুলতানা ও কৃষি উপ-সহকারী অমিত ভট্টাচার্য এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ।

সার ও বীজ বিতরণ কালে প্রধান অতিথি মুশফিউল আলম আজাদ বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কে বেশী করে ধান উৎপাদন করার লক্ষে আপনাদের কৃষি খাতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তূকীর মাধ্যমে নানা ধরনের কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন উপকরণ দিয়ে আসছে। তাই আপনাদেরকে দেয়া সার ও বীজ আপনাদের জমির কাজে ব্যবহার করার আহবান জানান তিনি।

সার ও বীজ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ উপস্থিত অতিথি বৃন্দ। সার ও বীজ বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম, লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, আবুল কাশেম মোল্লা ফয়সল, আব্দুল কদ্দুছ ও নোমান মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক মাসুক মিয়া গীতা পাঠ করেন কৃষি উপ-সহকারী অমিত ভট্টাচার্য।