ঢাকাTuesday , 7 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে প্রাণী সম্পদ অফিসের মাঠ কর্মী জুয়েল রানার বিরুদ্ধে হাঁস-মুরগির বাসস্থান নির্মাণের টাকা আত্নসাতের অভিযোগ

Link Copied!

লাখাইয়ে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাঠ কর্মী এম.এ জুয়েল রানা ওরপে জুবেল এর বিরুদ্ধে মহিলাদের হাঁস,মুরগির বাসস্থান (ঘর) নির্মাণের টাকা আত্নসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এবিষয়ে সোমবার (৬ নভেম্বর) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছাঃ কারিমা আক্তার নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অধীনে হাস,মুরগির খামার স্হাপনে জন্য ৩৫ টি বাসস্থান (ঘর) এর অনুদান আসলে ৩৫ জন মহিলা সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। উক্ত সদস্যগনের প্রত্যেকের নিজ নিজ নামে কৃষি ব্যাংক লাখাই শাখায় একাউন্ট খোলা হয়।

পরবর্তীতে প্রকল্প অনুমোদনের পর প্রত্যেক সদস্যগনের একাউন্টে ২০ হাজার টাকা করে আসে। সমুদয় টাকা উক্ত প্রকল্পের মাঠকর্মী এমএ জুয়েল রানা ওরফে জুবেল প্রত্যেক সদস্যের নিকট হইতে চেক সংগ্রহ করে ৩৫ জন সদস্যের সমস্ত টাকা নিজে ব্যাংক হতে উত্তোলন করে খামার নির্মাণের জন্য প্রত্যেক সদস্যের নিকট হতে খরচ বাবদ ১৮ হাজার টাকা নিজের কাছে রেখে পরবর্তীতে প্রত্যেক সদস্য কে ২ হাজার টাকা করে প্রদান করেন।

কিন্তু অভিযোগকারীরা মিস্ত্রির নিকট হতে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ভাবে যাচাই করে জানতে পারেন যে ,উক্ত খামার নির্মাণের জন্য সর্বমোট ৯ হাজার টাকা খরচ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা প্রত্যেক সদস্যগন কে ফেরত না দিয়ে মাঠ কর্মী এম.এ জুয়েল রানা ওরফে জুবেল তাহার নিজের পকেটে ঢুকিয়ে আত্নসাত করেছে।

এমনকি উক্ত প্রকল্পের ৩৫ টি খামারের মধ্যে ৪ টি খামারের নাম মাঠ কর্মী তাহার নিজের পরিবারের সদস্য গনের নামে অন্তর্ভুক্ত করেছে এবং খামার ৪ টি এখনও স্হাপন (নির্মাণ) করা হয়নি।

পুরো টাকাই সে নিজে আত্মসাত করিয়াছে। আরও জানা যায় যে, উক্ত প্রকল্পের আরও ৪ জন মহিলা সদস্যের খামার এখনও নির্মাণ করা হয়নি এবং তাদের প্রাপ্য টাকা তাদের কাছে হস্তান্তর করা হয়নি। পুরো টাকাই মাঠ কর্মী নিজে আত্মসাত করেছেন।

ভুক্তভোগী মোছাঃ কারিমা আক্তার বলেন, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাঠ কর্মী এমএ জুয়েল রানা ওরফে জুবেলের বিরুদ্ধে এবং উক্ত প্রকল্পের সদস্যগনের প্রাপ্য টাকা উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছেন।

অভিযুক্ত এম এ জুয়েল রানা বলেন, হাস মুরগির ৩৪টি বাসস্থান (ঘর) নির্মাণের জন্য ঘর প্রতি ১৮ হাজার টাকা করে টেন্ডার নিয়েছি সে সময় উপজেলা প্রাণীজ সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহাদাত হোসেনের কাছ থেকে।

আমি স্টিমেট অনুযায়ী কাজ করেছি, প্রতি বাসস্থান তৈরিতে ১৮ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে। কোনো টাকা আমি আত্নসাৎ করিনি। সকল অভিযোগ মিথ্যা তবে, আর টাকা আমি উত্তোলন করিনি। আমার উপস্থিতে সদস্যরা টাকা উত্তোলন করে আমাকে দিয়েছেন।

টেন্ডার বিষয়ে সাবেক উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহাদাত হোসেনের মোবাইল ফোনে একাধিক কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

পরে হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাসের সাথেও যোগোযোগ করলে তার বক্তব্য নেয়া  যায় নি।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।