ঢাকাFriday , 17 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকারি জায়গা খনন করে মাটি উত্তোলন

Link Copied!

লাখাইয়ে প্রশাসনের নির্দেশনা অমান্য করে টাউনশীপ এলাকার মাদ্রাসা সংলগ্ন সরকারি জায়গার ডোবা খনন করে মাটি কেটে পাশ্ববর্তী একটি সরকারি জায়গার খাল ভরাট করে দখল কররার পায়তারার অভিযোগ উঠেছে প্রভাবশালী সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান নামে ব্যক্তির বিরুদ্ধে। সে রুহীতনশী গ্রামের মৃত নুর মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার(১৬নভেম্বর) বিকালে এক্সাভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকযোগে লাখাই টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ্ববর্তী টাউশীন এলাকায় রাস্তা তৈরির অজুহাতে দখলের উদ্দেশ্যে একটি খাল বন্ধ করে মাটি ভরাট করার দৃশ্য লক্ষকরা গেছে।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর বাধা উপেক্ষা করে গত ৫দিন যাবত সাবেক ইউপি সদস্য মহিবুর মিয়া এক্সাভেটর (ভেকু মেশিন) দিয়ে টাউনশীপ মাদ্রাসা সংলগ্ন সরকারি জায়গার ডুবা খনন করে ট্রাকযোগে মাটি নিয়ে যাচ্ছে পাশ্ববর্তী একটি একটি খাল মাটি ভরাট করার জন্য।

খালটি মাটিভরাট হয়ে বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। ডুবা খনন ও খালে মাটিভরাটে বাঁধা দিলে ভয়ভৃতি দেখায় প্রভাবশালী এইব্যক্তি।

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নির্দেশে বামৈ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী রিপন অভিযুক্ত ব্যক্তি মহিবুরকে ডুবা থেকে মাটিকাটার ব্যাপারে নিষেধ করেন।

একপর্যায়ে মাটিকাটার কাজ একদিন বন্ধের পর থেকে গত ৩দিন যাবত দখলদার ফের ডোবা থেকে মাটিকেটে খাল ভরাটের কাজ শুরু করেন।

স্থানীয় আতিক তালুকদার বলেন, সে খাল ভরাটের পাশাপাশি, সরকারি জায়গার ডুবা থেকে মাটি কেটে ট্রাকযোগে নিজস্ব জমিও ভরাট করতেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, খালটি ভরাট হয়ে গেলে জমিতে পানি সেচে ব্যাঘাত ঘটবে। মহিবুর মেম্বার নিজের স্বার্থ হাসিলের জন্য নিজ খরচে খাল মাটিদিয়ে ভরাট করতেছে, এছাড়াও উপজেলা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সরকারি জায়গায় মাটিকাটা হচ্ছে বলে বিষয়টি স্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মহিবুর
বলেন, হাওড়ে যাতায়তের রাস্তা তৈরির জন্য ডুবা থেকে মাটি কেটে খাল ভরাট করতেছি আমি দখল করতেছি নয় জনস্বার্থে কাজ করতেছি, আমার নিজের টাকায়।

ভরাটের অনুমতি পেয়েছেন কোথায় থেকে প্রশ্ন করলে সুদুত্তর দেন নি, তিনি আরও বলেন অনেকেই ডুবা থেকে মাটি উত্তোলন করতেছে সেজন্য আমিও করতেছি।

লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেন রুপন বলেন, সাবেক ইউপি সদস্য মহিবুরের বিরুদ্ধে জায়গায় দখলের ব্যাপারটি আমাকে স্থানীয় লোকজন অবগত করেছে, আমি এলাকার বাহিরে আছি সরেজমিনে না দেখে কিছু বলতে পারব না।

মাটিকাটার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন বামৈ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী রিপন জানান, আমরা মহিবুর মেম্বারকে ডুবা থেকে মাটি কেটে খাল ভরাটের বিষয়টি নিষেধ করেছি। তিনি আবার পুনরায় মাটিকাটা শুরু করেছেন বলে ছবিসহ তথ্য পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাতের সাথে আলাপ করে শীঘ্রই প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, আমি ব্যবস্থা নিচ্ছি।