লাখাইয়ে এক প্রধান শিক্ষক কে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টির প্রতিবাদে উপজেলা মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ এর ছাত্র শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল এর খবর পাওয়া গেছে। মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ এর দাতা সদস্য বশির আহমেদ এ প্রতিনিধি কে জানান, মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাত অনুমান ১০টায় মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম কে তার বাড়ী থেকে আমাদের গ্রামের নাজিম উদ্দীন রানা,রুহুল আমীন, আব্দুর রাজ্জাক, মোতালিব, ডালিম মিয়া, সুমন মিয়া, সাইফুল ইসলাম ও এডভোকেট শরীফ উদ্দীন চৌধুরী সহ প্রায় ১০/১৫ জনের একটি টিম মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ এ প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর অফিসে এনে তাকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি শুরু করে এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে তাঁদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে এক পর্যায়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম তাদের চাপে পড়ে পদত্যাগ পত্র লিখা শুরুতেই স্ট্রোক করেন শিক্ষক নুরুল ইসলাম।
এ ঘটনার পর পরই তাকে এ্যাম্বোলেন্স করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক রহমত আলী জানান ঘটনার এ সংবাদ পেয়ে বুধবার (১৪ আগষ্ট) সকাল ১০টায় আমরা ছাত্র শিক্ষক ও কর্মচারীরাগন কে নিয়ে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার স্লোগান দিতে থাকে এবং ছাত্র শিক্ষক ক্লাস বর্জনের ঘোষণা দেন।