ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অব্যাহত

Link Copied!

লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দ্রুত পদত্যাগের দাবীতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। “দফা এক দাবী এক, মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ” এই শ্লোগানে রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অংশের বামৈ(পশ্চিম) বাজার এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে

ও বেঞ্চ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ফলে তীব্র যানযট তৈরি হয়ে টানা কয়েকঘন্টা যানচলাচল বন্ধ ছিল। বিক্ষোভ মিছিলের একপর্যায়ে ঐ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন অনিয়ম দুর্নিতির অভিযোগে এনে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে কয়েকজন শিক্ষার্থী ও ২জন শিক্ষক প্রতিনিধিদের সাথে আংশিক আলোচনা সভা করেন ঐ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিশেষে তারা তাদের ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক মামুন যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তারা। এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ কপিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী।