ঢাকাSunday , 7 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে ৩ কিলোমিটার সড়ক নির্মাণ : জনমনে স্বস্তি

এম এ ওয়াহেদ
July 7, 2024 9:46 am
Link Copied!

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আঞ্চলিক মহাসড়ক কালিয়াদাড়া হইতে তেঘরিয়া কালাউক সংযোগ সড়কটি পুননির্মাণ করায় জনদূর্ভোগ লাঘব হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে কালিয়াদাড়া হইতে তেঘরিয়া কালাউক সংযোগ সড়ক বন্যার পানিতে সড়কটি বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। ফলে জনদুর্ভোগ যানচলাচল বিঘ্নিত ছিল।

স্থানীয় সরকার অধিদপ্তর লাখাই উপজেলা সুত্রে জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার আঞ্চলিক মহাসড়ক কালিয়াদাড়া হতে তেঘরিয়া কালাউক সংযোগ সড়ক প্রায় ৩ কিলোমিটার সড়ক পুননির্মাণ করার জন্য ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৭০৩ টাকা বরাদ্দ দেন।

এই সড়কটি নির্মাণ করার ফলে ৪/৫ টি গ্রামের মানুষ ও যানচলাচল বিঘ্নিত থেকে মুক্তি পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে কালিয়াদাড়া হইতে তেঘরিয়া কালাউক সংযোগ সড়কটি পুননির্মাণ কাজ সমাপ্ত । কিন্তু তেঘরিয়া গ্রামের পশ্চিমে ২০২২ সালে বন্যার পানির স্রোতে একটি ব্রিজ দক্ষিণ দিকে হেলে পড়েছে এতে করে যে কোন সময় ঔব্রিজটি ধসে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটে প্রাণহানী ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার অধিদপ্তর লাখাই উপজেলা প্রকৌশলী মাহবুব হোসাইন এর সাথে ঔ সড়কের পুননির্মাণ ও হেলে পড়া ব্রিজ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,, ঔ সড়কের পুননির্মাণ এর কাজ ২০২৩ -২৪ অর্থ বছরে ৬৩৬৬৮৫০৩৩ নং আইডি মূলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে সড়কের পুননির্মাণ কাজ বাস্তবায়ন করেছে আমার ডিপার্টমেন্ট এবং সিডিউল মোতাবেক শতভাগ কাজ হয়েছে। তেঘরিয়া গ্রামের পশ্চিমে ঔ সড়কের উপর হেলে পড়া ব্রিজ মেরামত করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, ২০২৪ সালের বাজেট ঔ ব্রিজ নির্মাণ করার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলার জীবনমান উন্নয়ন সম্পর্কে হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ ৩ আসন এর সাংসদ এডভোকেট আবু জাহির এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে তিনি এ প্রতিনিধি কে জানান, আমি এ আসন থেকে পর পর ৪ বার এমপি নির্বাচিত হয়েছি। আমি এই ৩ আসনের জনগনের মানন্নোয়ন ও জন কল্যাণে কাজ করেছি বলেই জনগন আমাকে বার বার নির্বাচিত করেছে।

তিনি জানান আমি লাখাই উপজেলাবাসীর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ২০২৩- ২৪ অর্থ বছরে কি পরিমাণ উন্নয়ন মূলক কাজ করেছেন জানতে চাইলে তিনি জানান, আমি লাখাইবাসীর জন্য শতভাগ বিদ্যুৎ, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, মন্দির, ছোট ছোট গ্রামীন রাস্তা ঘাট, এবং ত্রান মন্ত্রনালয়ের টিআর, কাবিখা, কাবিটা সহ অনেক উন্নয়ন মূলক কাজ করে দিয়েছি।

তিনি বলেন, আপনি শুনে খুশি হবেন হবিগঞ্জ হইতে মোড়াকরি আঞ্চলিক মহাসড়কটি ১৮ ফুট থেকে বর্ধিত করে ঔ রাস্তাটি ৩৬ ফুট প্রশস্ত করনের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৭৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন শুধু তা-ই নয় বামৈ দরগা বাড়ী হইতে লাখাই বাজার পর্যন্ত ৬ কিলোমিটার আবুরা সড়ক নির্মাণের জন্য আমার নেতৃ শেখ হাসিনা ঔ সড়ক নির্মাণ করার জন্য ২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ঔ সড়ক নির্মাণের কাজ যথাসময়ে শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কালিয়াদাড়া হইতে তেঘরিয়া কালাউক সংযোগ সড়ক পুননির্মাণ করায় জনদূর্ভোক লাঘব হয়েছে| এ জন্য বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানাই। তবে আমার গ্রামের পশ্চিমে ঔ সড়ক এর উপর একটি ব্রিজ দক্ষিণ দিকে হেলে পড়েছে যে কোন সময় দূর্ঘটনাটা ঘটার সম্ভবনা আছে। তাই ঔ ব্রিজটি নির্মাণ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।