লাখাইয়ে প্রথমবারের মতো সড়ক পরিবহন আইন ২০১৮'তে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 18 November 2019

লাখাইয়ে প্রথমবারের মতো সড়ক পরিবহন আইন ২০১৮’তে জরিমানা

অনলাইন এডিটর
November 18, 2019 8:35 pm
Link Copied!

আতাউর রহমান ইমরান, লাখাই  থেকেঃ 

ছবিঃ  জরিমানা আদায়কালকে বাসচালক সাইদুর রহমান।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় প্রথমবারের মতো ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বু্ল্লা বাজার নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অবৈধ পার্কিং করার দায়ে হবিগঞ্জ-লাখাই রুটে চলাচলকারী একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করে চালক সাইদুর রহমানের কাছ থেকে সাথে সাথে জরিমানার টাকা আদায় করা হয়। বুল্লা বাজারে সরকার নির্ধারিত কোন বাসস্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে সড়কের উপর বাস রাখতে হয়েছে বলে জানান বাসচালক সাইদুর রহমান।

বুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বলেন, বাজারের সড়কে একটি আন্ডারপাসের প্রয়োজনীয়তা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত বুল্লা বাজারের পেঁয়াজের মজুদ যাচাই করেন ও বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা, অবৈধ ঘোষিত পণ্য রাখা ও বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন দোকানদারকে অর্থদণ্ড প্রদান ও জরিমানা আদায় করেন।

এ সময় বাধন ষ্টোরকে ২০০০ টাকা, লিটন পালকে ৫০০০ টাকা, লিটন মোদককে ৩০০০ টাকা, আল-আমিন ষ্টোরকে ১০০০ টাকা এবং দীপু ষ্টোরকে ৩০০০ টাকা জরিমানা করতঃ আদায় করেন।

অভিযুক্ত দোকান মালিকগণ জানান, তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সম্যক ধারনা রাখেন না, তবে তারা সকলেই জরিমানার টাকা সাথে সাথেই পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সঞ্চিতা কর্মকার বলেন সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সকলকে মেনে চলতে হবে এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়