লাখাইয়ে প্রতিবন্ধী পান্নার পরিবারকে ইজিবাইক প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020

লাখাইয়ে প্রতিবন্ধী পান্নার পরিবারকে ইজিবাইক প্রদান

Link Copied!

এম.সি শুভ আহমেদ, লাখাই : লাখাই উপজেলার এক প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের মাঝে ইজিবাইক বিতরণ করা হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার বিকালে ৫টায় লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের পক্ষ থেকে ইজিবাইকের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন সংগঠনটির হবিগঞ্জ প্রতিনিধি লেখক ও সাংবাদিক আমিন ইকবাল। এ সময় প্রতিবন্ধী মেঘা আক্তার পান্না ও তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে ইজিবাইকটি বোঝে নেন।
পান্নার বাবা নুর মিয়া ইজিবাইক পেয়ে বলেন, আমরা খুব কষ্টে ছিলাম। শারীরিক দুর্বলতার কারণে তেমন আয়-রোজগার করতে পারতাম না। তারওপর প্রতিবন্ধী এই মেয়েকে নিয়ে খুবই কষ্টে ছিলাম। যারা আমাদেরকে ইজিবাইকটি দিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের উত্তম বিনিময় দান করুন।
সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের হবিগঞ্জ প্রতিনিধি  আমিন ইকবাল জানান, আর্থমানবতার সেবার অংশ হিসেবে দুস্থ ও প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট। এরই ধারাবাহিকতায় আজ এই অসহায় প্রতিবন্ধী ও তার পরিবারের মাঝে ইজিবাইক বিতরণ করা হয়।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়