লাখাইয়ে পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 May 2024

লাখাইয়ে পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ

এম এ ওয়াহেদ
May 24, 2024 4:46 pm
Link Copied!

লাখাই উপজেলা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৪ মে) সকাল ৯ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন বিষয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১ম দিনে পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন ৩৩৬ জন প্রশিক্ষণার্থী। উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় ও বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষকগন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করেন হবিগঞ্জ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান,লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাশেম, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম,নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান চুনারুঘাট উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাশেম জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং অফিসারদের ভোট গ্রহনে দক্ষ ও নির্বাচন আচরণ বিধি সম্পর্কে এবং ভোট গ্রহনকালীন তাদের দায়ীত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী শনিবারে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানার উপস্থিত থাকার কথা রয়েছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়