লাখাইয়ে পোনা মাছ অবমুক্ত করলেন এড: মো: আবু জাহির এমপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পোনা মাছ অবমুক্ত করলেন এড: মো: আবু জাহির এমপি

অনলাইন এডিটর
August 26, 2020 7:58 pm
Link Copied!

ছবি: হাওরে পোনা মাছ অবমুক্ত করছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

 

সুমন আহমেদ বিজয়, লাখাই : লাখাই উপজেলার বুল্লা হাওরে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লা বাজার সংলগ্ন বুল্লা হাওরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা বাজার মালিক ও ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, সমাজসেবা অফিসার আফজালুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।