ঢাকাThursday , 8 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে লুটপাট-ভাঙচুর : ব্যাপক ক্ষয়ক্ষতি

এম এ ওয়াহেদ
August 8, 2024 10:13 am
Link Copied!

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লুটপাট সহ ভাঙচুরের খবর পাওয়া। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৭ জুলাই) সকাল ৮টার সময় উপজেলার সন্তোষপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য মনিরুজ্জামান এর বাড়ী ঘর সহ প্রায় ১৫ টি বাড়ী ঘরে লুটপাট ও ভাঙচুর ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সন্তোষপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, আমার গ্রামের প্রতিপক্ষ মোঃ ফুরুক মিয়া ও ছফি মিয়াদের সাথে বিগত ২০১৯ সালে আমার পক্ষের ১ জন খুন হয় এবং ২০২০ সালে ২টা খুনের ঘটনা ঘটে। এ খুনের ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা গুলি বিচারাধীন রয়েছে। এরই শত্রুতার জের ধরে আমার গ্রামের ফুরুক মিয়া ও ছফি মিয়ার লেকজন বুধবার (৭ জুলাই) সকাল ৮টার সদলবলে দেশীয় অস্ত্র সস্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে ধান,চাল, গরু বাছুর সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং আমাদের প্রায় ১৫ টি বাড়ী ঘর ভাঙচুর করে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় হবিগঞ্জ জেলায় সেনা বাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে সেনাবাহিনীর একটি টিম আমাদের গ্রামে আসে এবং লুটপাট ও ভাঙচুর ঘটনা পরিদর্শন করেছেন। বর্তমান দেশের এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তাহীনতা আছি। ২ বারের খুনের ঘটনায় ৩ জন লোক হারিয়েছি তার পরেও আমরা প্রতিপক্ষের হাত থেকে আমরা নিরাপদে বসবাস করা বিপদজনক অবস্থায় দিনযাপন করতে হচ্ছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।