লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দু-দলের সংঘর্ষ : নিহত ১ আহত হয়েছে ১৫জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 March 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দু-দলের সংঘর্ষ : নিহত ১ আহত হয়েছে ১৫জন

Link Copied!

তারেক হাবিব, হবিগঞ্জ :   লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দুু-দল লোকের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।  রোববার (২২মার্চ ) দুপুরে ওই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  স্থানীয় সুত্রে জানা যায়, গত ১ বছর আগে জনৈক সিরাজ মিয়া হত্যাকান্ডকে কেন্দ্র করে মামলার বাদী ও বিবাদীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় মৃত ওহিদ মিয়ার পুত্র নজরুল ইসলাম (৪০) নামে এক লোক নিহত হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে মাহবুল মিয়া (৩৫), দিলু মিয়া (২৬), লালু মিয়া (২০), মিছির আলী (৫৫), বেনু মিয়া (৪৫), আনছর মিয়া (৩৫), ছোয়াব মিয়া (৫০) আহত হয়।
খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।