লাখাইয়ে পুলিশ সুপারের উদ্যোগে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 June 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পুলিশ সুপারের উদ্যোগে ত্রাণ বিতরণ

এম এ ওয়াহেদ
June 29, 2022 7:45 pm
Link Copied!

লাখাইয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলির পক্ষ থেকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে  ত্রাণ বিতরণ করা হয়।

লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর, মুড়িয়াউক,ও সাতাউক গ্রামে ১ শত ৫০ জন পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

ত্রান বিতরণ করেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ওসি তদন্ত চম্পক দাম, মুড়িয়াউক ভিট অফিসার এস আই মিজানুল হক, এস আই ফজলে রাব্বি, এ এস আই ইলিয়াস ও লাখাই থানার পুলিশ সদস্য ও সাংবাদিক এম এ ওয়াহেদ, সুমন আহমেদ বিজয়।