ঢাকাFriday , 5 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পুলিশের পৃথক সাড়াশি অভিযানে গ্রেপ্তার ৯

এম এ ওয়াহেদ
July 5, 2024 3:23 pm
Link Copied!

লাখাইয়ে পুলিশের পৃথক সাড়াশি অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক ৯ আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে আমার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ, শৈলেশ চন্দ্র দাস ও সাদেকুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৃথক পৃথক সাড়াশি অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক মোট ৬ জন আসামী কে গ্রেপ্তার করা হয়েছ।

তিনি আরো জানান শুক্রবার (৫ জুলাই) সকালে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সিংহগ্রামে অভিযান চালিয়ে আরো ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয় । আসামীরা হলেন করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত রজব আলীর ছেলে রাহিল মিয়া, ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, ছনু মিয়ার ছেলে ফরিদ মিয়া, করাব গ্রামের শহীদ মিয়ার ছেলে আব্দুল্লাহ, চনু মিয়ার ছেলে শহীদ মিয়া , সিংহগ্রামের আরজত আলীর ছেলে জুলহাস মিয়া ও জুলাহাস মিয়ার স্ত্রী জেসমিন আক্তার এবং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের হনু মিয়ার ছেলে আব্দাল মিয়া ও জিরুন্ডা গ্রামের মৃত ফজলুল করিম এর ছেলে হেলাল উদ্দিন কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার (৫ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।