ঢাকাFriday , 21 June 2024

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এম এ ওয়াহেদ
June 21, 2024 5:16 pm
Link Copied!

লাখাইয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস জানান,বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বুল্লা বাজারে আমি ও এ এস আই আনোয়ারুল হক ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত লাল মিয়ার ছেলে খলিলুর রহমান (৩৮) গাজী রহমান এর ছেলে মিছির আলী (২৪) ও পূর্ব বুল্লা গ্রামের আব্দুল্লাহ এর ছেলে শামীম (২৪) কে গ্রেপ্তার করি এবং তাদের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করি।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইয়াবাসহ আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার (২১ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।