লাখাইয়ে পুরাতন সার্কেল অফিসটি ঝুঁকিপুর্ণ : যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 January 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পুরাতন সার্কেল অফিসটি ঝুঁকিপুর্ণ : যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

Link Copied!

লাখাই উপজেলার ১নং লাখাই উইনিয়নে টাউনশিপ এলাকায় অতি পুরাতন পরিত্যক্ত ভবনটি ঝুঁকিপূর্ণ । তাই যে কোন সময় ঔ ভবনটি ধসে প্রানহানী ঘটনা ঘটে যেতে পারে।

খোঁজ নিয়ে জানা যায় ভারতবর্ষ বিভক্তির পর পাক আমলে সার্কেল অফিস হিসাবে লাখাই উপজেলার যাবতীয় সরকারী কাজকর্ম হতো এই অফিস থেকে । কালের পরিবর্তনে পরবর্তিতে এরশাদ সরকারে আমলে ১৯৮৩ সালে লাখাই উপজেলা মানউন্নিত থানা হিসাবে লাখাই উপজেলা কালাউক সদরে স্হানান্তরিত হওয়ার পর থেকে ঔ সার্কেল অফিসের কাজকর্ম বিলুপ্ত হয়ে যায় ।

এর পর থেকেই লাখাই টাউনশিপের সার্কেল অফিসের সরকারী অফিসটি পরিত্যক্ত হয়ে পরে। জানা যায়, এই পরিত্যক্ত ভবন গুলো তৎকালীন সময়ে লোহার রডবিহীন তৈরী ভবন।

ঔ ভবন গুলোর বয়স ৭০-৭৫ বছর। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঔ পরিত্যক্ত ভবন ২টির আশপাশে বেশ কয়েকটি পরিবার বসবাস করছে এ ছাড়াও এই ২টি ভবনের মধ্য দিয়ে জনচলাচল ও যানচলচলের রাস্তা রয়েছে।

এখানকার বসবাসকারীর আশংখা এই পরিত্যক্ত ভবনটি অতি পুরাতন ভবন ২টি যে কোন সময় ধসে দুর্ঘটনা ঘটে প্রানহানীর ঘটনা ঘটে যেতে পারে।

এই ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দীনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিষয়ি খতিয়ে দেখব এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।