মনর উদ্দিন মনির, লাখাই : লাখাই থানা পুলিশের অভিযানে পীর সাহেব বলে প্রতারণা করে ২৫ লক্ষ টাকা আত্নসাতের ঘটনার মামলার ৮মাসের পালাতক আসামী প্রতারক পীর ফারুক আহমেদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামী অষ্টগ্রাম উপজেলার বাজুকা গ্রামের মোঃ ছফি আহমদের পুত্র।
গত সোমবার (১৮অক্টোবর) ভোর রাত্রে লাখাই থানা পুলিশের ওসি তদন্ত মহিউদ্দিন সমুন এর সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বানিয়াচং এর ইকরাম নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, রুহীতনসী গ্রামের গৃহবধু অবসর প্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খাতুন এর কাছ থেকে পীর সেজে মসজিদ, মাদ্রাসা তার নামে করে দিব বলে ছলে বলে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারনা করে আত্নসাৎ করেন গ্রেফতারকৃত আসামী। পরে গত ২২জানুয়ারী২০২১ তারিখে রুহীতনসী গ্রামের গৃহবধু অবসর প্রাপ্ত ওই শিক্ষিকা মামলা দায়ের করলে সোমবার ভোর রাত্রে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে কথা বলে ওসি তদন্ত মহিউদ্দিন সমুন গ্রেফতারের বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন।