মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারি বর্ষনে এবং সুতাং, কলকলিয়া, ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে লাখাই উপজেলা জোনাল অফিসের অন্তর্ভুক্ত লাখাই এবং বুল্লা ইউনিয়নের ৭ হাজর ৫০০ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সাব জোনাল অফিস সুত্রে জানা যায়, বুধবার (২২শে জুলাই) ব্যাকবোন লাইন, সেকশন লাইন এবং রিভার ক্রসিং লাইন হতে পানির ক্লিয়ারেন্স ১০ ফিটের নিচে চলে আসায় আজ দুপুর ১২ ঘঠিকা হতে লাখাই ও বুল্লা ইউনিয়নের শিবপুর, সুজনপুর, রুহিতনসী, আমানুল্লাপুর, মামুদপুর, চিকনপুর মহরমপুর, রাধানগর, সন্তোষপুর, কৃষ্ণপুর, গদাইনগর, কামালপুর, লালচানপুর ও সিতারামপুর, মাদনা, বেগুনাই, কাঠাইয়া, ফরিদপুর, মুকসুদপুর, মীরপুর, বলাকান্দি, গোয়াকাড়া, চরগাঁও, হেলারকান্দি, ইত্যাদি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
লাখাই উপজেলা সাবজোনাল অফিসের এজিএম মোঃ মোস্তাফিজুর রহমান দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, লাখাই ও বুল্লার মাদনা অভিযোগ কেন্দ্রের আওতাধীন এলাকায় হাওড় এবং নদনদীর পানি বৃদ্ধিতে ১৫ টি স্পটে ১১ কেভি ব্যাকবোন লাইন, সেকশন লাইন এবং রিভার ক্রসিং লাইন হতে পানির ক্লিয়ারেন্স ১০ ফিটের নিচে চলে আসায় জননিরাপত্তা, একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকা চলাচল নিরাপদ রাখার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নদী দিয়ে নৌকা চলাচল করলে লাইন দেওয়া অসম্ভব আর যদি নির্দিষ্ট একটি রোড দিয়ে নৌকা চলাচল করে তাহলে অতিদ্রুত লাইনটি চালু করা যাবে।
তিনি আরও বলেন, আমরা উপজেলা চেয়ারম্যান আজাদ’কে এ বিষয়ে অবগত করেছি তিনি অফিসে আসলে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।