লাখাইয়ে পানিতে ডুবে জেবিন নামে এক শিশুর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পানিতে ডুবে জেবিন নামে এক শিশুর মৃত্যু

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮শে জুলাই) দুপুর ১ টায় লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে সাতাউক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু জেবিন আক্তার (৬) মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জালাল আহমেদের বড়ভাই হুমায়ুন আহমেদের মেয়ে।

 

ছবি; মৃত শিশু জেবিন আক্তার (৬)

 

স্থানীয় সুত্রে জানা যায় , শিশুটি সাঁতার জানত না। বাড়ির পাশে নুতন পানি ওঠা একটি খালে গোসল করতে যায় এবং গোসল করতে নেমে শিশুটি মারা যায়। শিশুটির মরদেহ খাল থেকে স্থানীয়রা উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।