ঢাকাSunday , 1 September 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ঐ গ্রামের রমিজ মিয়ার মেয়ে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনদের অগোচরে এইদিন দুপুরে তারা ২ বোন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকরে গোসল করতে গিয়ে কি বা কিকরে পানিতে ডুবে যায়, পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয় লোকজন পানির নিচ থেকে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা দুজন স্থানীয় মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও ১ম শ্রেণির ছাত্রী ছিলেন, তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মা বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।