লাখাই থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে ।
লাখাই থানা সুত্রে জানা যায় শুক্রবার (১১মার্চ) দিবাগত গভীর রাতে এ এস আই মফিজ উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মোবারক মিয়ার ছেলে লাপু মিয়া, ওহাব আলীর ছেলে ইব্রাহীম মিয়া কে গ্রেপ্তার করেছে।
অপর পৃথক অভিযান চালিয়ে লাখাই থানার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত নারী নির্যাতন মামলার আসামী সন্তোষপুর গ্রামের বেনু চন্দ্র দাসের ছেলে সুরঞ্জিত চন্দ্র দাস কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার (১২ মার্চ) হবিগঞ্জ সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।