হবিগঞ্জ জেলার লাখাই থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ লাখাই ইউনিয়নের সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ছফি মিয়ার ছেলে জালাল মিয়া (৩২) কে তার বসত ঘর হতে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে লাখাই থানার এস আই বদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত মুছন মিয়ার ছেলে মোঃ ছাওয়াল(৪০) কে গ্রেপ্তার করে থানায় আসে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনজার্জ মোঃ সাইদুল ইসলাম সত্যতা স্বীকার করেছেন