লাখাইয়ে ন্যুনতম শারীরিক দূরত্ব না মেনেই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির মাস্ক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ন্যুনতম শারীরিক দূরত্ব না মেনেই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির মাস্ক বিতরণ

Link Copied!

 

লাখাই প্রতিনিধি : করোনা মোকাবিলার সরকার নির্ধারিত ন্যূনতম ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার কথা থাকলেও লাখাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রবিবার (১৯ জুলাই) স্থানীয় বুল্লা বাজারে করোনা মোকাবিলার লক্ষে মাস্ক বিতরণ করা হয়।

এতে করে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানা যায়,
আদালতের রায়ে অপরাধী বলে ঘোষিত লন্ডনে পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপি সভাপতি জি,কে গউছরের নির্দেশে লাখাই উপজেলা বিএনপির নেতা জনাব ফারুক আহমেদের পক্ষ থেকে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে স্থানীয় বুল্লা বাজারে করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়।

এ সময় সেখানে করাব ইউপি বিএনপি সভাপতি জনাব বাবুল আহমেদ, উপজেলা বিএনপি নেতা আবু লাল ও জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বিকে উপস্থিত থাকতে দেখা যায়।

করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ করা হলেও বিএনপির সেই মাস্ক বিতরণ সভা এবং মাস্ক বিতরণ কার্যক্রমে দেখা যায়নি ন্যূনতম কোন ধরনের শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের প্রচেষ্টা।

 

ছবি: শারীরিক দূরত্ব না মেনেই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপি মাস্ক বিতরণ

 

বরং তাদের একত্রে গাদাগাদি করে অনুষ্ঠান করার দৃশ্য দেখে অনেকেই এখানে করোনা দাওয়াত দিয়ে আনা হচ্ছে বলে মন্তব্য করেন।

এলাকার সচেতন কয়েকজন ব্যক্তি জানান, এভাবে শারীরীক দূরত্ব নিশ্চিত না করে করোনা মোকাবিলার জন্য মাস্ক বিতরণসহ সভা-সমাবেশ করা হলে এতে হিতে বিপরীত ডেকে আনবে। বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলের নেতাদের এভাবে অসচেতনতার প্রকাশ ঘটানো কে দায়িত্ব জ্ঞানের অভাব বলেও তারা মন্তব্য করেন।