লাখাইয়ে বুল্লা বাজারে নির্মাণের ১৬ বছরেও হাট বাজার উন্নয়ন প্রকল্পের মাল্টিপারপাস সেড ছাউনী চালু হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাউনী গুলির আশপাশে ময়লা আবর্জনার ভাগার। নেই কোন চলাচলের সুযোগ সুবিধা। এ ছাড়াও ঐ সেড গুলিতে পাট ও পাটির গুদাম হিসেবে ব্যবহার এক শ্রেনীর সুবিধাবাদীরা।
জিয়াউর রহমান নামে এক ব্যক্তি ঘর থাকা সত্বেও তিনি ঐ সেডটি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন । খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালে ৪০ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলার ঐতিহ্য বাহী বুল্লা বাজারে বিভিন্ন সময়ে বিবিন্ন মাল্টিপারপাস সেড ছাউনী নির্মান করা হলেও এখন পর্যন্ত ঐ সেড গুলিতে কোন প্রকারের দোকান বরাদ্ধ দেয়া হয়নি ফলে ছাউনি গুলি যত্র তত্র ভাবে যে যেভাবে পারে ব্যবহার করে আসছে।
এ ব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতির সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ঐ সেড ছাউনী গুলি দোকান বরাদ্ধের বিষটি আমাদের নয় বিষয়টি উপজেলা প্রশাসনের।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধিকে জানান, এ বিষয়টি আমার কাছে অতিব জরুরী তাই শীঘ্রই এ বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করব। তিনি আরো বলেন ঐ বাজারে একটা মহিলাদের জন্য আরেকটি সেড ছাউনী রয়েছে সেটির বিষয়েও গুরুত্ব দিয়ে আমরা সমস্যার সমাধান করব।