লাখাইয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় এক যুবককে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 May 2024

লাখাইয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় এক যুবককে জরিমানা

Link Copied!

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লাখাইয়ে আচরণ বিধি লঙ্ঘন করায় এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৬মে০ বিকেলে স্থানীয় বুল্লা বাজারে লাখাই উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা পরিষদ নির্বাচনে পদ প্রার্থী ইকরামুল মজিদ চৌধুরী শাকিল এর সমর্থক চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মার্কা সম্বলিত গেঞ্জি পরিধান করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করে মিছিল করলে এই যুবককে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বুল্লা বাজারে এসে সরেজমিনে এসে আচরণ বিধি লঙ্ঘন করায় এক যুবককে ৩৪ শত টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়