ঢাকাThursday , 30 April 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দোকান খোলা রাখা ভ্রাম্যমান আদালতের জরিমানা

Link Copied!

এম.সি. শুভ আহমেদ, লাখাই  – করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মোতাবেক হাট-বাজার বন্ধ করা হয়। এই আইন অমান্য করে দোকান খোলা রাখায় লাখাই উপজেলা বামৈ, বুল্লা বাজারে মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালত।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারি কমিশনার ( ভূমি ) সঞ্চিতা কর্মকার এর নেতৃত্বে ভ্রম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাস্তা চলতি যানবাহন এর কাগজপত্র যাচাই-বাচাই করে দেখেন ভ্রাম্যমান আদালত । বামৈ, বুল্লা বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যর তালিকা না থাকার কারণে ৭ টি ব্যবসায় প্রতিষ্ঠানের ৭ ব্যক্তির নামে মামলা দায় করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে উক্ত ব্যক্তিদেরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ছবি : ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও লুসিকান্ত হাজং

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজাং বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। বিনা প্রয়োজনে কেউ ঘর হতে  বের হবেন না।  এই ব্যপারে আরো বলেন, সরকারি নির্দেশ মোতাবেক মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা অভিযান অব্যাহত থাকবে ও সকল বাজারে পরিচালনা করা হবে।